সারা দেশে অপহরণ, গুম, খুন ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাজীপুরে বিএনপি শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে গাজীপুর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।
শনিবার দুপুর পৌনে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক (দপ্তর) ডা. মাজহারুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার, নূরে আলম প্রমুখ।