গাজীপুর অনলাইনঃ সম্প্রচার নীতিমালাকে ‘গণবিরোধী নীতিমালা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। রবিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক চলাকালীন এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবির কথা জানান।
আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে রাতে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত পৌনে নয়টার দিকে শুরু হওয়া এ বৈঠক চলে রাত সোয়া দশটা পর্যন্ত।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান।
মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, এখনো বৈঠক চলছে। কাল সোমবার ২০ দলীয় জোটের বৈঠক আছে। এরপর গণমাধ্যমকে সব কিছু জানানো হবে।
তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে অবৈধ সরকার দেশে একটি জাতীয় সমপ্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এটি জনগণের মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থি নীতিমালা। এর মাধ্যমে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে তারা দেশে একদলীয় শাসনের পথে হাটছে।
পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় সরকার ও নৌ মন্ত্রণালয়ের ব্যর্থতা, অযোগ্যতা ও গাফিলতিকে দায়ী করেছে বিএনপি।
ডুবে যাওয়া লঞ্চের নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে তাদের স্বজনের কাছে দেয়ার পাশাপাশি নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছে দলটি। তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশ ও মালিক পক্ষের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে শ্রমিকদের বকেয়া সব পাওনা দেয়ার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনের জামিনে সরকারের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়েও বৈঠকে প্রস্তাব নেয়া হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলার নিন্দাও স্থায়ী কমিটির বৈঠক থেকে নেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, বৈঠকে ইসরাইল বাহিনী কর্তৃক গাজায় ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘ, আরব লীগ, ইসলামী সম্মেলন সংস্থাসহ সব গণতান্ত্রিক রাষ্ট্রসমূহকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়েছে।