জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আহুত প্রতিবাদ সমাবেশস্থল পরিদর্শন করলেন মহানগর বিএনপির নেতারা।
সোমবার রাত সোয়া ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যান নেতারা। মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী সোহেলের নেতৃত্বে সমাবেশস্থল পরিদর্শন করেন মহানগর কমিটির নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুসহ মহানগর কমিটির নেতারা।
এসময় তারা আজ মঙ্গলবারের সমাবেশের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। সমাবেশ মঞ্চ নির্মান কাজের খোঁজ খবর নেন। সেখানে তারা আধাঘন্টা অবস্থান করেন।
অন্যদিকে আজ মঙ্গলবারের সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মঞ্চ নির্মাণের দায়িত্ব পাওয়া পূর্বাচল ডেকোরেটরের কর্মীরা। আর মাইক লাগানোর প্রস্তুতি নিচ্ছে সাউন্ড সিস্টেমের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান তাহের মাইক কর্তৃপক্ষ।
তবে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মাঠের অনেক অংশে এখনো কাদা পানি জমে আছে। এমতাবস্থায় মঙ্গলবার যদি বৃষ্টি হয় তাহলে সমাবেশ সুষ্ঠুভাবে সফল করতে বেশ বিপাকে পড়তে হবে জোটের নেতাকর্মীদের। তবে মাঠ পরিদর্শনে আসা মহানগর বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন আগামীকাল প্রাকৃতিক অবস্থা ভালো থাকলে বিশাল বড় ধরনের গণজামায়েত অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দীতে।
প্রসঙ্গত, অনেক নাটকীয়তার পরে সোমবার বিকালে সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুমতি পেয়েছে ২০ দলীয় জোট। সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শর্তসাপেক্ষে বিএনপি জোটকে সমাবেশের অনুমতি দেয়।
এর আগে সমাবেশের জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করে ২০ দলীয় জোট। কিন্তু সোমবার পর্যন্ত সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু’র নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। পরে সোমবার বিকালে শর্তসাপেক্ষে মৌখিকভাবে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।