কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর জেলা বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকালে শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। বিএনপি নেতা আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা কাজী মাহবুব-উল হক গোলাপ, সাখাওয়াত হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।