রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটিসির একটি আর্টিকুলেটেড বাসে (জোড়া লাগানো ২ বাস) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়াহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চালক জানিয়েছেন, বাসটি নিয়ে তিনি সকাল ১০ টার দিকে মতিঝিল থেকে গাজীপুরের দিকে রওনা দেন। হোটেল র্যাডিসনের সামনে আসার পর ইঞ্জিনে আগুন দেখতে পান।
এ সময় নিজস্ব প্রচেষ্টায় এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো চেষ্টা করা হয়। কিন্তু মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। প্রথমে র্যাব এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় বিমানবন্দর সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরের প্রবেশ পথের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারপর আরো দুটি ইউনিট পাঠানো হয়। তবে বিআরটিসির ওই বাসে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
অন্যদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানিয়েছেন, তার ধারণা যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে। সড়কের ওপর বাস জ্বলতে থাকায় সেসময় ২ দিকেই বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থকে। এতে যানজটের সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।