ময়লা ফেলার কোন ভাগাড় নয়। কিন্তু গাজীপুরের বিআরটিসির বাস ডিপো পেছনের চিত্র ভাগাড়ের মত। কোটি কোটি টাকার বাস এই ভাবে পড়ে আছে অযত্নে আর অবহেলায়।
দোতলা বাস এবং চায়না থেকে আগত কয়েকটি নতুন বিআরটিসি নতুন বাসেরও ঠিকানা হয়েছে এখানে। যাত্রী সেবার মান নিশ্চিত করতে চায়না থেকে আমদানী করা হয় নতুন বাস। আর সেই বাস গুলোর অনেকগুলো পড়ে আছে গাজীপুরের বাস ডিপোতে।
অল্প যান্ত্রিক ত্রুটির কারণে বাস গুলো নিয়ে আসা হলেও দিনের পর দিন ফেলে রাখার কারণে তৈরি হচ্ছে সমস্যা। পড়ে থাকতে থাকতে এর মধ্যেই বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এমনকি অনেকটি বাসের ইঞ্জিন পর্যন্ত নেই। পড়ে আছে কেবল বাইরের আবরন। সেগুলো খুলে নেওয়া হয়েছে না খোয়া গেছে তার উত্তর জানেনা কেউই।
বিআরটিসি বাস ডিপোর, ম্যানেজার দিপন চাকমা বলেন, বাস ডিপো সর্বদাই আমাদের উন্মুক্ত থাকে। এখানে অনেকে বাসের হেলপার বা দর্শনার্থী নামে আসে। আমরাও পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারিনা। ফলে যন্ত্রাংশ চুরি হচ্ছে।
পূর্বে বাস ডিপো ছিল বিআরটিসির ওয়ার্ক শপ। বছর খানেক আগে বিআরটিসির বহরে আরটিকুলেটেড বাস যোগ হওয়ার কারণে এখানে বাস রাখার ব্যবস্থা করা হয়। সেই থেকেই এখানে গড়ে ওঠে বাস ডিপো।