সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হচ্ছে। এজন্য সংবিধানের ষোড়শ সংশোধন আইন, ২০১৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
১৯৭২ সালের সংবিধানে ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী অদক্ষতা, অযোগ্যতা, দুর্নীতিসহ অসদাচরণের কারণে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল। ১৯৮৯ সালে বিচারপতিদের অভিশংসনের এ ক্ষমতা বাতিল করা হয়। এ সময় বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে।