মিটার কারসাজি করে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা পরিশোধ না করায় গাজীপুরে দু’জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন। পরে বিকেলে তাদের কারাগারে পাঠায় পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার তমিজ উদ্দিনের ছেলে মোস্তফা ও দিঘীরচালা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম।
বিদ্যুৎ চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছিলেন। বিকেল ৫টার মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বিদ্যুতের মিটার কারসাজি করে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষতিপূরণ বাবদ তাদের মধ্যে মোস্তফাকে চার লাখ ২০ হাজার ১০১ টাকা ও রফিকুলকে ৭২ হাজার ৪২০ টাকা জরিমানা করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) খালেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।