‘রাজত্ব’, ‘আই ডোন্ট কেয়ার’ ছবির অশ্লীলতার রেশ কাটতে না কাটতেই ঢালিউডের নতুন আরেক ছবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠলো। অভিযুক্ত এ ছবির নাম ‘কখনো ভুলে যেও না’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও নবাগতা তানি। আছেন পুষ্পিতা, রেবেকা, মানস বন্দ্যোপাধ্যায়, রেবেকা মণি, সাংকোপাঞ্জা, আমীন সরকার, ববি, শাহিন, জুয়েল এবং মিজু আহমেদ ও আহমেদ শরীফ।
আগামী ২২শে আগস্ট ছবিটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া হাউজ।
একটি সূত্র জানিয়েছে, ছবির একাধিক গান জুড়েই রয়েছে চরম অশ্লীলতা। ছবির প্রধান নায়ক নায়িকা বৃষ্টির মধ্যে খোলামেলা হয়ে উদ্যাম নৃত্য নেচেছেন। এমনকি গানের মধ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছেন নায়িকার শরীরের বিশেষ বিশেষ অংশ। সিনেমার বেশ কিছু ছবি এরই মধ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে তৈরি হয়েছে সমালোচনার ঝড়।
ছবির অশ্লীলতার প্রসঙ্গে এড়িয়ে গিয়ে ইমন জানান, অনেকদিন পর আমার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘কখনো ভুলে যেও না’ ছবিটি ত্রিভুজ প্রেম ও অ্যাকশন ধাঁচের। এর গল্প, গান ও নির্মাণের ধরণ দর্শকদের ভালো লাগবে আশা করি।
একটি সূত্র জানিয়েছে, ছবির একাধিক গান জুড়েই রয়েছে চরম অশ্লীলতা। ছবির প্রধান নায়ক নায়িকা বৃষ্টির মধ্যে খোলামেলা হয়ে উদ্যাম নৃত্য নেচেছেন। এমনকি গানের মধ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছেন নায়িকার শরীরের বিশেষ বিশেষ অংশ। সিনেমার বেশ কিছু ছবি এরই মধ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে তৈরি হয়েছে সমালোচনার ঝড়।
ছবির অশ্লীলতার প্রসঙ্গে এড়িয়ে গিয়ে ইমন জানান, অনেকদিন পর আমার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘কখনো ভুলে যেও না’ ছবিটি ত্রিভুজ প্রেম ও অ্যাকশন ধাঁচের। এর গল্প, গান ও নির্মাণের ধরণ দর্শকদের ভালো লাগবে আশা করি।