গাজীপুর অনলাইনঃ বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে বর্তমানে অনেক উপরে উঠে গেছে এবং বিশ্বের বেশ কিছু জনপ্রিয় ফ্রিলাঞ্চিং সাইটের রেঙ্কিং এ শীর্ষের দেশগুলোর কাতারে অবস্থান করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অধিকাংশ ফ্রিলাঞ্চারের এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে পিছিয়ে পড়েছে। আমাদের প্রযুক্তিনির্ভর নতুন তরুনরা ফ্রিলাঞ্চিং সাইটে এক বা একাধিক সাইটে বিড করতে করতে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু কাজের দেখা পাননা। তাই কোন কাজে বিড করার গুরুত্বপূর্ণ কিছু টিপসগুলো দেখে নিনঃ
১. কাজে বিড করার আগে অবশ্যই বায়ারের রেটিং আর পেমেন্ট মেথডটি দেখে নিন.
২. নতুন হিসাবে এমন কোন কাজ এ বিড করবেন না যেখানে অনেক হাই এক্সপেকটেসনের কাজ আর হাই প্রোফাইলের লোক বিড করছে…
৩. দেখে নিন কতজনকে ইন্টারভিওয়ে ডাকা হয়েছে। ৪/৫ জন কে ডাকার পর বিড করে কাজ পাওয়ার সম্ভাবনা আর থাকেনা বললেই চলে।
৪. যে কাজ পারেন বলে নিজেকে আত্মবিশ্বাসী মনে করেন সেটাতেই বিড করুন। যে কাজ পারবেন না তার পেছনে বিড করে সময় খরচ ছাড়া আর কোন লাভ নেই।
৫. বিড করার আগে ওই কাজ সম্পর্কিত পোর্টফোলিও অ্যাড করুন, অথবা অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন।
৬. কভারলেটার কাজের বর্ণনার তার সাথে মিল রেখে কথা বলুন, অযথা কথা বাড়াবেন না। কাজটি কিভাবে করবেন, কি কি বিষয়ে এক্সপারটাইজ আছে, কত সময় লাগতে পারে, রিপোট কিভাবে দিবেন, এবং সবচেয়ে দরকারি হল ওই সম্পর্কিত কাজ যদি আগে করা থাকে তবে সেটা সাথে দিয়ে দেন।
৭. কভারলেটার এ এমন কিছু লিখবেন না যেটি কাজ পাওয়ার জন্য খুব অনুরোধ করছেন অথবা দয়া চান এমন কোন ধারণা পোষণ করে। যোগ্যতা দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। সবাই যোগ্যতাটাই বড় করে দেখে।
৮. অনলাইনে অ্যাকটিভ থাকার চেষ্টা করুন, নতুন পোস্ট করা জবগুলোতে একটু আগেভাগে বিড করার চেষ্টা করুন।
সবশেষে একটি কথা, গণহারে ২০টা জবে বিড না করে ৫টা মানসম্মত বিড করে একটি কাজ পাওয়া অনেক উত্তম। এই সম্পর্কিত আপনাদের কোন মতামত থাকলে শেয়ার করতে পারেন কমেন্টে।
সূত্র: ওডেস্ক হেল্প গ্রুপ