গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে (২০১৪-২০১৫ অর্থ বছরের) সোমবার তার প্রথম বাজেট পেশ করবেন। সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করা হবে।
মেয়রের শপথ গ্রহনের এক বছর পূর্তিতে এই বাজেট পেশ করা হচ্ছে । নানা প্রতিকূলতার মধ্যদিয়ে তিনি গত একটি বছর পার করলেও এরই মধ্যে সিটি করপোরেশন এলাকার টঙ্গী অঞ্চলের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। বাজেট অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।