গাজীপুর অনলাইনঃ শুটিং এর কাজ করতে গিয়ে বিধ্বস্ত হলো একটি মিনি কপ্টার। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কপ্টারটি এবং ভেতরে থাকা ড্রোন ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শ্রীপুরের গিলারচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই এলাকায় ঘন জঙ্গলের মধ্যে তথ্যচিত্রের দৃশ্যধারণ করছিলেন নোমান রবিন। এজন্য ৫০০ ফুটেরও বেশি উঁচুতে কপ্টার উড্ডয়ন করা হয়। প্রচন্ড বাতাস কপ্টারটিকে উড্ডয়নস্থল থেকে প্রায় ১২০০-১৩০০ ফুট দূরে উড়িয়ে নিয়ে যায়। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে পড়ে বিধ্বস্ত হয়।
পরিচালক নোমান রবিন বলেন, ‘কপ্টারটি নিয়ন্ত্রণ করছিলেন পাংখা মনির। বিধ্বস্ত হওয়ার পর সেটির একটি পাখা ভেঙে গেছে। মূল্যবান ড্রোন ক্যামেরাটিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
[সংবাদ অনুমতি ছাড়া অন্য পত্রিকায় কপি পেস্ট নিষেধ]