গাজীপুর জেলা প্রশাসন শোক র্যালী, বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আওয়ামী লীগ কোরআন তেলওয়াত, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান পালন করে সকাল থেকে।
সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের হয়ে রাজবাড়ি রোড ও মসজিদ রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক নুরুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুল বাতেন বক্তব্য রাখেন।
অন্যদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ গাজীপুর শাখা সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।