গাজীপুর অনলাইনঃ গাজীপুর সদর এসি ল্যান্ড অফিসে দালালচক্র ধরতে ও অন্যান্য কার্যক্রম নজরদারিতে আনতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়াও মানুষের ভোগান্তি কমাতে এসি ল্যান্ড অফিসে ‘ফ্রন্টডেক্স’ স্থাপন, সিটিজেন চার্টার, নামজারী ক্যালেন্ডার, প্রসেস ম্যাপ এবং বারান্দা ও অফিস চত্তরে মানুষের বসার জন্য অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার দুপুরে ওইসব কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, সদর এসিল্যান্ড মোহাম্মদ আবদুল ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম জানান, এসি ল্যান্ড অফিসের এ ফ্রন্টডেক্স থেকে জেলাবাসী নামজারী সংক্রান্ত আবেদনপত্র জমাদানসহ বিভিন্ন জিজ্ঞাসার উত্তর ও পরামর্শ পাবেন। নামজারীর আবেদন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে এসিল্যান্ড অফিসের কিছু কর্মচারীদের সাথে লেন-দেনকারী দালালদের ধরতে ওই সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এছাড়া সিসি ক্যামেরায় এসিল্যান্ড অফিসের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারি করতেও ওই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জনগণকে দেয়া সেবার মান আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, এখন থেকে আবেদন করার ৪৫ কার্যদিবসের মধ্যে নামজারীর কাগজ হাতে পাবেন আবেদনকারীরা। আগে তা দুই মাসেরও বেশি সময় লেগে যেত।