সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে গাজীপুর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে নগরের রাজবাড়ি সড়কের জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এক সমাবেশে শ্রমিক দলের কার্যকরী সভাপতি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহসভাপতি আহাম্মদ আলী রুশদী,যুগ্ম-সম্পাদক ডা. মাজহারুল আলম, যুবদল জেলা সভাপতি এডভোকেট এমদাদ খান, জিয়া পরিষদ নেতা আশরাফ হোসেন টুলু, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, কাজী মাহবুব-উল হক গোলাপ, সৈয়দ হাসান সোহেল, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।