গাজীপুর অনলাইনঃ গাজীপুর মহানগরীতে নগরীতে যত্রতত্র ময়লার ভাগাড় সড়ক দুর্ঘটনাসহ যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামী তিন দিনের মধ্যে মহাসড়কে বিদ্যমান ভাসমান ময়লা ও বর্জ্য আগামী অপসারণের নির্দেশ দিছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে নগরীর ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়কের পাশে ময়লার ভাগাড় পরিদর্শন করে এ নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি সিটি কর্পোরেশনের লোকজনের সঙ্গে কথা বলেন এবং ময়লা আবর্জনা অপসারণে সমন্বিত উদ্যোগ নিতে সকল বিভাগের প্রতি আহ্বান জানান।
মো. নূরুল ইসলাম বলেন, ‘ময়লা আবর্জনা মহাসড়কে স্তুপ হয়ে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ময়লা অপসারণে সড়ক বিভাগ, সিটি কর্পোরেশন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’
ময়লা আবর্জনা অপসারণের জন্য জেলা প্রশাসন ও সড়ক বিভাগ থেকে ড্রাম ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে সিটি কর্পোরেশন জমি চাইলে তারও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা কবির আল আসাদ জানান, সিটি করপোরেশনে লোকবল এবং পয়নিষ্কাশন প্রয়োজনীয় উপাদানের অভাব রয়েছে। তাই নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ করা যায় না।
এদিকে জেলা প্রশাসনের ময়লা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তারা জানান, সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মহাসড়কে ময়লা আবর্জনার স্তুপ এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক সরু এবং পানি জমে যাতায়াতে সমস্যা সৃষ্টি করছে।
ময়লা পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।