স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সূযোগ না পেয়ে কতিপয় ব্যক্তি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান শেষ হয়।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনস মিলনায়তনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) বদলী হয়। শনিবার গাজীপুর পুলিশ লাইনস এর অন্তরঙ্গ মিলনায়তে এ উপলক্ষে এক বিদায়ী অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, বিদায়ী পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপিসহ সহ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে কতিপয় ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বক্তব্যের সূযোগ না পাওয়ায় অস্বাভাবিক আচরণ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করলে অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা বিব্রত বোধ করেন। এসময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে উশৃঙ্খল সাংবাদিকদের কোন অনুষ্ঠানে আমন্ত্রন না জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কবির ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন ওই অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।