এইচএসসিতে গাজীপুরে এবারও টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সেরা হয়েছে। এবার গাজীপুরে পরীক্ষায় পাশের হার শতকরা ৮১ দশমিক ৪৭। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩ হাজার ৭৫৪ জন পাস করেছে এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭ জন।
গাজীপুরের শীর্ষ পাঁচ: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষে রয়েছে- শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৬০১ জন পরীক্ষার্থীর মাঝে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে- ৩৩৬ জন এবং মোট পয়েন্ট হলো- ৮৩ দশমিক ১৪, পাশের হার শতভাগ।
দ্বিতীয় স্থানে রয়েছে- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এতে ৫৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ৫৬৭ জন পাশ করেছে ও জিপিএ-৫ পেয়েছে ২৫১জন। প্রাপ্ত পয়েন্ট হলো- ৭৯ দশমিক ০৮, পাশের হার ৯৮ দশমিক ৭৮।
তৃতীয় স্থানে রয়েছে- কোনাবাড়ি এলাকার এম ই এইচ আরিফ কলেজ। এতে ৪৪৮ জন পরীক্ষার্থীর মাঝে ৪৪৫ জন পাশ ও জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। মোট পয়েন্ট হলো- ৭০ দশমিক ৯৩, পাশের হার ৯৯ দশমিক ৩৩।
চতুর্থ স্থানে রয়েছে- রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ৩০২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৯৮জন, জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন, প্রাপ্ত পয়েন্ট ৬৭ দশমিক ২৭, পাশের হার ৯৮ দশমিক ৭৮ ভাগ।
পঞ্চম স্থানে রয়েছে- গাজীপুর সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৩ জন পাস করেছে, ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পয়েন্ট হলো- ৬৬ দশমিক ২১, পাশের হার ৯৩ দশমিক ৫০।