চারশ ১৯ জন হজযাত্রী নিয়ে বুধবার সকাল ৭টা ৫ মিনিটে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পে এসে হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করবেন। এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
হজব্রত পালনের জন্য গত শনিবার থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে জমায়েত হতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে বেসরকারি ব্যবস্থাপনার (নন-ব্যালটি) হজযাত্রীরা ভিসা নিয়ে বিপাকে রয়েছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ অফিস সূত্র জানা গেছে, এ বছর ৯৮ হাজার ৭৬২ জন বাংলাদেশি হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে ব্যালটি একহাজার ৫৫৭ জন এবং নন-ব্যালটি ৯৭ হাজার ২০৫ জন।
এবারের হজ ফ্লাইট ২৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
হজ অফিসের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘হজযাত্রীরা হজক্যাম্পে ২-৩ দিন অবস্থান করবেন। এই সময়ের মধ্যে তারা ইমিগ্রেশন কার্যক্রম, বিমানের টিকিট, বোর্ডিংকার্ড গ্রহণ এবং পাসপোর্টে সৌদি রিয়াল অ্যান্ডোর্সমেন্টসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।’
নন-ব্যালটি হজযাত্রীদের অভিযোগ, বারকোড না পাওয়ায় বন্ধ রয়েছে ভিসা ইস্যু কার্যক্রম। যাদের নামে বারকোড আসবে, তারাই ভিসা পাবেন। ফলে ভিসা পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা।
তবে আতঙ্কের কিছু নেই বলে জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান। তিনি বলেন, ‘এজেন্সি মালিকরা বারকোড নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। ফলে নন-ব্যালটি হজযাত্রীদের ভয় পাবার কিছুই নেই। সময়মতোই সৌদি দূতাবাস থেকে ভিসা দেয়া শুরু হবে।