বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা দিতে ভারতের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার রাতে বেনাপোল দিয়ে ২২ সদস্যের এই প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে।
পশ্চিমবঙ্গের ‘বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েল ফেয়ার সেন্টারের’ এই প্রতিনিধি দলের প্রধান ডা. প্রবীর বিজয় কর জানান, প্রদীপ নামের একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তারা এসেছেন। নড়াইল সদর, খুলনা শহর ও ঢাকার নবাবগঞ্জ এলাকায় চিকিৎসা সহায়তা দেবেন তারা।
শুক্রবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নড়াইল সদরের মহিশখোলায় ডায়াবেটিক রোগী কল্যাণ সমিতির কার্যালয়ে, পরদিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনা ক্লাব লিমিটেড চত্বরে এবং ২৫ অগাস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জে প্রদীপের কার্যালয়ে ক্যানসার আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেয়া হবে।
প্রতিনিধি দলে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রয়েছেন, প্রবীর বিজয় কর, অনয় গুপ্ত, হেনা কারিয়া, তরুণ কুমার দাস, প্রণব কুমার দাস, অমিতাব ভট্টাচার্য, গৌতম ঘোষ ও অমিতাভ রায়। এছাড়া তাদের সহকারী হিসাবে প্রতিনিধি দলে ১৪ জন রয়েছেন বলে জানান ডা. প্রবীর।