বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া।
রবিবার বিকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান তিনি। নোটিসে বিবাদী করা হয়েছে তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি মিশন (বিটিআরসি)।
একলাস উদ্দিন জানান, ভারতে আমাদের দেশের চ্যানেল সমপ্রচারের অনুমতি দেয় না। কিন্তু আমাদের দেশে তাদের চ্যানেল চলছে। আর এতে সামাজিক অবক্ষয় ঘটেছে। সর্বশেষ তাদের একটি টিভি চ্যানেলের সিরিয়ালের চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে। তাই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে বুধবার হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে।
তিনি বলেন, দৈনিক আমাদের সময়ে এ নিয়ে শনিবার ‘পাখি প্রেমে প্রাণ বিসর্জন’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।