জেমস মানেই যেন আলোড়ন। দীর্ঘ ১৬ বছর পর বাপ্পা মজুমদারের সুরে গেয়ে আরও একবার খবরের শিরোনাম হলেন জেমস।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'সত্তা' ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে জেমস নিজেই পর্দায় ঠোঁট মেলাবেন। চলতি মাসেই এর দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত এর আগে বলিউডি সিনেমা ‘লাইফ ইন আ মেট্রো’র গানে দেখা গেছে জেমসকে। গানটি লিখেছেন সোহানী হোসেন। গত রোববার এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 'সত্তা' চলচ্চিত্রের সব গানের সুর-সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
এদিকে অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি' ও সাফি উদ্দিন সাফির 'ওয়ার্নিং' এর গানে কণ্ঠ দিয়েছেন জেমস।
এর মধ্যে 'আলোটাই দেখেছো/দেখোনি অন্ধকার বন্ধু' শিরোনামে গানটি 'জিরো ডিগ্রি' চলচ্চিত্রে ব্যবহার করা হবে। এর কথা লিখেছেন ছবির পরিচালক অনিমেষ আইচ নিজেই। গানটির সুর-সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ। আর এ গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রিন্স মাহমুদের সুর-সঙ্গীতে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জেমস। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান ও রুহি। সম্প্রতি জেমসের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে কবির বকুলের কথায় 'এতো কষ্ট কষ্ট লাগে এ অন্তরে' শিরোনামে গানটি 'ওয়ার্নিং' ছবির জন্য গেয়েছেন গুরু খ্যাত এ কণ্ঠশিল্পী। আর সুর-সঙ্গীত করেছেন শওকত আলী ইমন।
উল্লেখ্য, মান্না প্রযোজিত ও অভিনীত 'মনের সঙ্গে যুদ্ধ' ছবিতে প্রথমবার প্লেব্যাক করেন জেমস।