জেলা শহরের ছায়াবীথি এলাকার স্বপ্নকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ ও মৎস্য আইনে বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান চেইন শপ স্বপ্নকে ওই পরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।
বিএসটিআই ঢাকার পরিদর্শক আব্দুল মতিন জানান, এসিআইয়ের ধনিয়ার গুঁড়া ও রুমানিয়ার লেক্সাস বিস্কুটে বিএসটিআই লোগো থাকলেও অনুমোদন নেই। এ ছাড়া আমদানি পণ্য মাস্টার্ড ব্র্যান্ডের মধু, আমল ঘি, ওআইসি স্কিন ক্রিম, কোলগেট, সেনসোডাইন ও মেরিল টুথপেস্টে বিএসটিআইয়ের লোগো ছাড়া ও অনুমতি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা এবং বাতাসি মাছে ফরমালিন থাকায় মৎস্য আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া হেলমেট ব্যবহার না করায় এবং রেজিস্ট্রেশন ও ড্রাইভিং না থাকায় শহরের রাজবাড়ী সড়কে অভিযান চালিয়ে চার মোটরসাইকেল আরোহীকে ১১০০ টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগ্ধা তালুকদার।