স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের এলাকার ৭নং ওয়ার্ডের কোনাবাড়ির জরুন এলাকায় বাড়ি ভাড়ার টাকা নিয়ে এক নারী পোশাক শ্রমিককে মারধর করায় ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের জরুন এলাকার মৃত মো. হারান মিয়ার ছেলে মো. মামুন মিয়ার বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করায় স্থানীয় কেয়া স্পিনিং মিলের এক নারী শ্রমিককে মারধর করে। এক পর্যায়ে ওই নারী শ্রমিককে মারধর করার খবর পেয়ে ওই কারখানার কয়েকশ’ শ্রমিক সন্ধ্যা ৬টার দিকে মামুন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা ওই বাড়ির পানির ট্যাংক, গ্যাসের চুলা, পাইপ, জানালা ও ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হামিদুর রহমান বলেন, ওই নারী শ্রমিককে বাড়ি ভাড়ার টাকা নিয়ে মারধর করায় অন্য শ্রমিকরা এসে মামুনের বাড়িতে ভাঙচুর করে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে এবং আহত ওই মহিলা কে গাজীপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।