আন্দোলনের পঞ্চম দিনে বৃহস্পতিবারও গাজীপুরের কালিয়াকৈরের হ্যাচং বিডি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় প্রায় ১ঘন্টা ধরে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে অবরোধ ও সড়কে আগুন জালিয়ে ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষুদ্ধ শ্রমিকরাও ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের লাঠিপেটা, ইটপাটকেলের আঘাতসহ নানাভাবে ঘটনার সময় কমপক্ষে ১০ জন আহত হয়।
এক পর্যায়ে মহাসড়ক থেকে বিক্ষুদ্ধ শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাচং বিডি লিমিটেড নামের পোশাক তৈরী কারখানারসকাল সাড়ে ৯টায় ওই কারখানার শ্রমিকরা মিছিল সহকারে কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করতে থাকে।
তাদের প্রথমে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও তারা সড়কে বিক্ষোভ করতে থাকে। পরে তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাচং বিডি লিমিটেড নামের পোশাক তৈরী কারখানার শ্রমিকরা ঈদের পর কাজে যোগ দিয়ে মুজুরি ও ওভার টাইম বিল বাড়ানোসহ ১১ দফা দাবিতে কারখানার শ্রমিকরা গত রোববার থেকে আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের মুখে মঙ্গলবার সকালে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে মুল গেইটে নোটিশ ঝুলিয়ে দেয়।