গাজীপুর অনলাইনঃ কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা র্যালি বের করে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক ৩৩টি স্কুল ও প্রাথমিক ৬৫টি স্কুল অংশগ্রহণ করে। মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে এবং প্রাথমিক ছাত্রছাত্রীরা শুধুমাত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক, খ, ও গ গ্রুপে অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, সহকারী কমিশনার ভূমি জিনাত জাহান, সহকারী শিক্ষা অসিসার আলহাজ নাদির আহম্মদ প্রমুখ।
এছাড়া গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোজাম্মেল হক বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচীতে অংশগ্রহন করেন।