কালীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর রাজনগর গ্রামের মো. হানিফ মিয়ার নাবালিকা কন্যা সুবর্ণা আক্তার (১৪) গাজীপুর সদরের বাসন এলাকার মোতালিব মিয়ার সাথে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় প্রশাসন খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতার নিকট থেকে মুচলেকা নিয়ে আসে।