জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বিশাল শোক র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষদ চত্ত্বরে অবস্থিত শিশুমেলা আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধু ও তাঁর জীবনাদর্শ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে শহীদ ময়েজউদ্দি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডা: মো. সেলিম উল্লাহ, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন. মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম সেগুন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কালীগঞ্জের সকল মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।
এদিকে বাদ জুমা উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয় এবং বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এদিকে বাদ জুমা উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয় এবং বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।