কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৫দিন ব্যাপী ফলজ ও বৃক্ষমেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলা চত্বরে ‘দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে ৫দিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলার শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম.পি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো. আসাদুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস।
এ সময় অন্যান্যের মাঝে সহকারী কমিশনার(ভুমি) ভাস্কর দেবনাথ বাপ্পী, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. সেলিম উল্লাহসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।