কাপাসিয়ার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তিন যুবতীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ রোড মোড় এলাকার কাজী ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে তিন যুবতীসহ আটজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- হোটেল ম্যানেজার ময়মনসিংহের ধোবাউড়া এলাকার হেমন্ত মানকিনের ছেলে দীপ্ত মানকিন (৩৩), কর্মচারী খুলনার পাইকগাছা এলাকার অনিরুদ্ধ মন্ডলের ছেলে দশরথ মন্ডল (৩০), খদ্দের কাপাসিয়ার উপজেলার ঘাঘটিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে সফিকুল ইসলাম (২৮), একই উপজেলার সালদই এলাকার মাইন উদ্দিন মন্ডলের ছেলে শিবলু মন্ডল (২৮), নরসিংদীর মনোহরদী এলাকার আব্দুল বাতেনের ছেলে রাকিব হোসেন (৩০) এবং তিন যুবতী হলেন- মাহফুজা (২৬), জেসমিন (২০) ও রাবেয়া (২২)।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।