গাজীপুর অনলাইনঃ কাপাসিয়া উপজেলার তরঁগাও গ্রামের মৃত ইমান আলীর কন্যা শিশু (৬) শুক্রবার বিকাল ৪ টার দিকে একই গ্রামের রাব্বীর (১৪) এর হাতে ধর্ষণের শিকার হয়। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত অবস্থায় তাকে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার তরঁগাও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বাড়ির পাশে খেলতে গেলে পাশের বাড়ির হেলাল উদ্দিনের ছেলে রাব্বী শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি কলা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার এমদাদুল হক জানান, ধর্ষনের পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির অবস্থা সংকটাপন্ন হলে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক কুহিনুর বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার আফজাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।