কাপাসিয়ার বীর উজলী চৌরাস্তা বাজারে সারের দোকানে আগুন লেগে সার এবং কীটনাশক সহ আনুমানিক ৪ লাখ টাকার ঔষধ পুরে ক্ষতিগ্রস্থ হয়েছে।
গত কাল বুধবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী চৌরাস্তা বাজারের সার ডিলার মানিক এন্টার প্রাইজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বি.এ.ডি.সি সার ও বীজ ডিলার আল-ইমরান ট্রেডার্স বৈদ্যুতিক সর্ট সার্কিটে হটাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দোকানের ভিতর থেকে কাল ধোয়া বের হতে দেখে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানায় ডিলারের অবহেলার কারণে এ ঘটনা ঘটতে পারে।