গাজীপুর অনলাইনঃ আবারো শীতলক্ষ্যা নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ শনিবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ায় ভাসছে বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শীতলক্ষ্যা নদীর উজান থেকে ভেসে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ শনিবার সন্ধ্যার পর গাজীপুরের কাপাসিয়া সীমানায় চলে আসে। রাতে লাশটি কাপাসিয়া উপজেলার রায়েদ বাজার সংলগ্ন মাহতাবপুর গ্রামের শীতলক্ষ্যা নদীর কাইল্লার বাপের ঘাট এলাকায় ভাসে বলে জানিয়েছেন তারা। নিহতের পরনে গ্রামীণ চেকের ফুল শার্ট ও লু্ঙ্গি রয়েছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, শীতলক্ষ্যা নদীর উজান থেকে ভেসে লাশটি সন্ধ্যার পর কাপাসিয়া সীমানা এসেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোথা থেকে লাশটি ভেসে এসেছে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় অপর এক অজ্ঞাত যুবকের লাশ গাজীপুরের শ্রীপুর মডেল থানার পুলিশ স্থানীয় বরমী ইউনিয়নের হলদেডোবা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে। লাশটি দুদিন ধরে নদীর ওই এলাকায় ভাসছিল।