কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকাস্থ হ্যাচং বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরী কারখানায় পিচ রেট বাড়ানো ও ওভার টাইমের দাবিসহ ৮দফা দাবিতে কারখানার শ্রমিকরা রোববার থেকে বিক্ষোভ চালিয়ে আসছে। যা সোমবার ও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে তারা।
শ্রমিকরা জানিয়েছে ৩ দিনের মধ্যে তাদের দাবিগুলো মেনে না নিলে অনশনে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে ।
শ্রমিকদের ৮দফা দাবিগুলো হলো (১). কার্ড হাজিরা ৬শত টাকা দিতে হবে, (২). বাৎসরিক ছুটির টাকা দিতে হবে, (৩). ২০১৩ইং শ্রম আইন অনুযায়ী ৬হাজার ৮শত ২০টাকা দিতে হবে, (৪). শ্রম আইন অনুযায়ী সকল ছুটি দিতে হবে, (৫). প্রোডাকশনের আগে পিচ রেট দিতে হবে, (৬). ওভার টাইম এবং প্রোডাকশন বোনাস দিতে হবে, (৭). বহিরাগত কোন লোক কারখানার ভেতর প্রবেশ করতে পারবেনা ও কোন বহিরাগত লোক দ্বারা শ্রমিকদের হয়রানি করা যাবে না এবং (৮)বহিরাগত কোন শ্রমিক কারখানার ভেতর ভাংচুর করবে না।
এসব দাবি কারখানা কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে মেনে না নিলে অনশনে যাওয়ার হুমকি দেয় শ্রমিকরা।
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর ওসি মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্যুয়েটার কারখানায় শ্রমিকদের কন্ট্রাকের মাধ্যমে কাজ করানো হয়ে থাকে। হ্যাচং বিডি লিমিটেড কারখানাতেও একই নিয়ম। কিন্তু শ্রমিকরা ওভারটাইম আবার চালু করার দাবিসহ ৮টি দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছে। পরে বাধ্য হয়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষনা করতে বাধ্য হয়। যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।