গাজীপুর অনলাইনঃ অনুষ্ঠান চলাকালে মঞ্চে প্রকাশ্যে ধূমপান করা অথবা ঘুমিয়ে পড়া, কিংবা সাংবাদিকদের লম্পট বলে গালি দেওয়া ইত্যাদি বিতর্কিত কর্মকান্ড চালিয়ে আলোচনায় থাকতেই যেন উদগ্রীব বাংলাদেশ সরকারের সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
☛ তবে ব্যতিক্রম কিছুও তিনি ঘটাতে জানেন। তারই প্রমাণ- এক বিয়ের অনুষ্ঠানে গলা ছেড়ে আঞ্চলিক বিয়ের গান গাওয়া।
☛ ইউটিউবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কোনো এক বিয়ের অনুষ্ঠানে কণের পাশে দাঁড়িয়ে তিনি গাইছেন-
☛ ডেকেরও ভিতরে ডাইলে-চাইলে উতাইলো গো সই সেই উতলানি মোরে উতাইলি রে শ্যাম-পিরিতি মোর অন্তরে
☛ ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় এবছর ১৬ এপ্রিল। মূল গানটি গাওয়া হয়েছিল ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছায়াছবি ‘সুজন সখী’তে। ছবিতে গানে কণ্ঠ মেলান প্রখ্যাত কৌতুকাভিনেতা টেলি সামাদ।
☛ উল্লেখ্য, সর্বশেষ তিনি গত শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনায় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করে মন্ত্রী বলেন, ‘এরা সবকটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেবো তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পারো!’