নাহিদ শাহরিয়ার রাজঃ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের খেলার গুণগতমান উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জকে এক কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সালাম প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
দেশের শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রা সম্প্রতি ভারতে টি-২০ সিরিজে বিজয়ী হয়।