গাজীপুর অনলাইনঃ গতকাল বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গতবছরের তুলনায় পাশের হার বেশি থাকলেও ফেলের হার ও রয়েছে কম নয়।
যাদের ফলাফল পাশের ভাগে পরেছে তাদের আনন্দের কোন শেষ নেই। আর যাদের ফলাফল ফেলের ভাগে রয়েছে এখন তাদের মনের অবস্থা অসহনীয় হওয়াটাই স্বাভাবিক। এদের মধ্যে কেউবা আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এরকম এক ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিথী রাণী নামের এক ছাত্রী দ্বিতীয়বারের মতো এইচএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহত বিথী রাণী কালিয়াকৈর উপজেলার দেওয়াইর এলাকার কালী শংকরের মেয়ে।
বুধবার পরীক্ষার ফল প্রকাশের পর বিকেলে নিজের অকৃতকার্য হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বিথী। এক পর্যায়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন তিনি।
পরিবারের অন্য সদস্যরা অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান। ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বিথী গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে ফেল করেন। এবার ওই দুটি বিষয়ে পরীক্ষা দেন তিনি কিন্তু এবারও অকৃতকার্য হন।