গাজীপুর অনলাইনঃ গাজীপুরের ধর্ষণের চেষ্টার পর এক স্কুল ছাত্রী মারিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার মহানগরের কোনাবাড়িতে স্থানীয় ৫টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে। পরে প্রায় এক ঘন্টা ধরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিবাদকারীরা।
মানববন্ধন চলাকালে নিহত মারিয়ার বাবা আক্তারুজ্জামান, গাজীপুর শাহিনের চেয়ারম্যান সোহেল চৌধুরি ও ম্যানেজিং ডিরেক্টর ফারুক শিকদার ও স্থানীয় সিটি ওয়ার্ড কাউন্সিলরসহ বক্তাগণ এ ঘটনার দ্রুত বিচার ও শাস্তি দাবি করে বক্তব্য দেন।
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির কোনাবাড়ি শাখার ৪র্থ শ্রেণির ছাত্রী মারিয়াকে ধর্ষণের চেষ্টার পর গত ১৪ জুলাই রাতে নিজ বাসায় বাড়ির সিকিউরিটি গার্ড সুমন ও তার সহযোগীদের হাতে নির্যাতনের পর খুন করা হয়। পরের দিন মারিয়ার পিতা আক্তারুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় মূল আসামী গ্রেপ্তারও হয়েছে। এ ঘটনায় চিহ্নিত আসামীদের বিচার ও শাস্তি দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়েছে।