বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষক লীগের দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান লিটন ও সদস্য সচিব মোঃ মনির হোসেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ও পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদন দেন।
মোঃ আবুল কাশেমকে আহ্বায়ক কাজী হারুন-অর-রশিদ ও মোঃ আঃ গফুরকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অপর দিকে নুরুল ইসলাম সরদারকে সভাপতি মোঃ হযরত আলীকে সাধারণ সম্পাদক ও দেওয়ান মোঃ আবদুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য কালিয়াকৈর পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।