স্টাফ রিপোর্টারঃ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বুধবার দুপুরে গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনকালে দুর্নীতির দায়ে তহশিলদার ও অফিস সহায়ককে সাময়িকভাবে বরখাস্ত করেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি. গতকাল বেলা ১১.০০ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে এক তাৎক্ষণিক পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি সহকারী কমিশনার (ভূমি), কালিয়াকৈর এর কার্যালয়ের বিভিন্ন নথিপত্র এবং রেজিস্ট্রার পরীক্ষা নিরীক্ষা করে নানা ধরনের অসামঞ্জস্যতা পান এবং এজন্য তিনি সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহানকে মৌখিকভাবে সতর্ক করেন। উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে দুই জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে ভূমি প্রতিমন্ত্রী বরাবর সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলী হোসেন এবং অফিস সহায়ক জয়নাল এর বিরুদ্ধে নামজারীর প্রতি মামলায় দশ হাজার টাকা ঘুষ দাবীর অভিযোগ আনেন। এ অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী অভিযোগকারী দু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের দাখিলিয় জমির কাগজপত্রাদি পরীক্ষা করেন। অতঃপর তিনি কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহান অভিযোগকারী আনিসুর রহমান এবং এম.এ. রেজাকে সাথে নিয়ে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান এবং সেখানে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) এবং অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন।
এসময় গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব নূরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সেবাস্তিন রেমা সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আগমনবার্তা শুনে উপস্থিত হন। উল্লিখিত সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে মাননীয় প্রতিমন্ত্রী অফিসের ক্যাশ বই এবং ক্যাশ পরীক্ষা করেন। ক্যাশে প্রায় ৬৪ হাজার টাকা থাকার কথা থাকলেও কোন টাকা পাওয়া যায়নি এবং উল্লিখিত দু’জন ব্যক্তির অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদে প্রতিমন্ত্রী এ মর্মে প্রাথমিকভাবে নিশ্চিত হন যে কিছু দালাল চক্রের মাধ্যমে নামজারির জন্য টাকা ঘুষ নেয়া হচ্ছে এবং এ দালালচক্র তহশিল অফিসে বসেই প্রকাশ্যে এই লেনদেন করছে।
এ প্রেক্ষিতে ভূমি প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং ক্যাশে সরকারি অর্থ না থাকায় সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলী হোসেনকে সাময়িকভাবে বরখাস্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক গাজীপুরকে নির্দেশ দেন এবং সরাসরি ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অফিস সহায়ক জয়নালকে বিধিমতে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু করার জন্য জেলা প্রশাসক গাজীপুরকে নির্দেশনা প্রদান করেন।
এ প্রেক্ষিতে ভূমি প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং ক্যাশে সরকারি অর্থ না থাকায় সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলী হোসেনকে সাময়িকভাবে বরখাস্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক গাজীপুরকে নির্দেশ দেন এবং সরাসরি ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অফিস সহায়ক জয়নালকে বিধিমতে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু করার জন্য জেলা প্রশাসক গাজীপুরকে নির্দেশনা প্রদান করেন।