আফ্রিকার দেশ লাইবেরিয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এবোলো ভাইরাস। ভয়ে ভাইরাস আক্রান্তদের রাস্তায় ফেলে যাচ্ছেন স্বজনেরা।
আক্রান্তদের দিন কাটছে খুবই করণ অবস্থায়। তাদের সামনে দিয়ে লোকজন হেটে গেলেও কেউ তাদের পরিচর্যায় এগিয়ে আসছেন না। এ তালিকা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও।
এরূপ পরিস্থিতে দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ জরুরি অবস্থার ঘোষণা দেন।
অন্যদিকে, ভাইরাসটির ভয়াবহতা থেকে মানুষকে রক্ষায় করণীয় সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আগামী সপ্তাহে আলোচনায় বসবে।
উল্লেখ্য, এবোলো ভাইরাস লাইবেরিয়া ছাড়াও গায়ানা, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে এ রোগে দেশগুলোতে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।