লিবিয়ায় পৃথক দুটি মিসাইল হামলায় সাত বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়টি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- নরসিংদীর জাহাঙ্গীর মনির, যশোরের মিলন।
অন্যদিকে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃঅনু বিভাগের পরিচালক জাস্ট নিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ৪ বাংলাদেশির মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে এ হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।