গাজীপুর অনলাইনঃ বিশ্বজোড়া নামডাক ম্যাডোনার। যেমন গানে, তেমনি অভিনয়ে তিনি পারদর্শী, তেমনি খোলামেলা পোশাক পরে তিনি মাতিয়ে দিয়েছেন কোটি কোটি তরুণ, যুবক হৃদয়। এখন তিনি পঞ্চাশোর্ধ্ব। তাতে কি? এখনও তার যৌবনের গাঁথুনি সেই কৈশোরের মতো। এখনও কুপোকাত হন আবেগী পুরুষ।
তবে অনেকে বলেন, তার বয়স সামনের দিকে এগিয়ে যাওয়ায় তার স্থানে এক সময় শূন্যতা সৃষ্টি হবে। কে সেই স্থান দখল করবেন! সম্ভবত তার জবাব এরই মধ্যে হাজির করেছেন মেয়ে লর্ডিস। এরই মধ্যে তিনিও খোলামেলা পোশাক পরে, সমুদ্র সৈকতে উত্তাল ঢেউয়ের সঙ্গে তাল মেলাচ্ছেন। ফ্রান্সের কান-এ সমুদ্র সৈকতে বিকিনি পরে যেন শরীরই প্রদর্শন করেছেন।
সে ছবি মিডিয়ার কল্যাণে প্রকাশ হয়ে পড়েছে। ওই সময় বিকিনি পরা লাস্যময়ী লর্ডিস যেন খুশির জোয়ারে ভাসছিলেন। কান-এ যাওয়ার উদ্দেশ্য হলো মা ম্যাডোনার জন্মদিন উদযাপন। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। শুক্রবার কানের রৌদ্রকরোজ্জ্বল সমুদ্র সৈকতে ১৭ বছরের লর্ডিসকে দেখা যায় পারিবারিক বন্ধুদের সঙ্গে। এছাড়া ছিলেন ৫৫ বছর বয়সী ম্যাডোনার বয়ফ্রেন্ড টিমোর স্টিফেন্স (২৬)।
১৬ই আগস্ট ম্যাডোনার ৫৬তম জন্মদিন। এ উপলক্ষে বড়সড় পার্টির আয়োজন চলছে। তার আগেই সেখানে যোগ দিয়েছেন লর্ডিস। ম্যাডোনার ছেলে রোকো। কিন্তু মেইলের ছবিতে তাকে দেখা যায়নি। সবাই সমুদ্র সৈকতে গিয়ে মেতে ওঠেন জলকেলিতে। এই ফাঁকে ফাঁকে উঠে এসেছে ম্যাডোনার সাম্প্রতিক জীবনযাপনের কিছু তথ্য।
তা হলো, ম্যাডোনা সর্বশেষ যে পুরুষের সঙ্গে প্রেমে এঁটে আছেন সেই টিমোর স্টিফেন্স তার চেয়ে কমপক্ষে ৩০ বছরের ছোট। টিমোর স্টিফেন্স এ ধারায় রেকর্ড ভাঙতে পারেননি। কারণ, এর আগে ম্যাডোনার যে দু’জন বয়ফ্রেন্ড ছিল তারা টিমোর স্টিফেন্সের চেয়েও ছোট। গত ডিসেম্বর পর্যন্ত ফরাসি ড্যান্সার ব্রাহিম জাইবাত (২৫)-এর সঙ্গে ছিল ম্যাডোনার গরম গরম প্রেম।
২০১০ সাল থেকে তারা চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু তা আর ধোপে টিকলো না। ডিসেম্বরেই দু’জনার দুটি পথ দু’টি দিকে যায় বেঁকে। এর আগে ম্যাডোনা রগরগে প্রেম চালিয়ে যাচ্ছিলেন ব্রাজিলের মডেল ও ডিজে জেসাস লুজ (২২)-এর সঙ্গে।
সে ছবি মিডিয়ার কল্যাণে প্রকাশ হয়ে পড়েছে। ওই সময় বিকিনি পরা লাস্যময়ী লর্ডিস যেন খুশির জোয়ারে ভাসছিলেন। কান-এ যাওয়ার উদ্দেশ্য হলো মা ম্যাডোনার জন্মদিন উদযাপন। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। শুক্রবার কানের রৌদ্রকরোজ্জ্বল সমুদ্র সৈকতে ১৭ বছরের লর্ডিসকে দেখা যায় পারিবারিক বন্ধুদের সঙ্গে। এছাড়া ছিলেন ৫৫ বছর বয়সী ম্যাডোনার বয়ফ্রেন্ড টিমোর স্টিফেন্স (২৬)।
১৬ই আগস্ট ম্যাডোনার ৫৬তম জন্মদিন। এ উপলক্ষে বড়সড় পার্টির আয়োজন চলছে। তার আগেই সেখানে যোগ দিয়েছেন লর্ডিস। ম্যাডোনার ছেলে রোকো। কিন্তু মেইলের ছবিতে তাকে দেখা যায়নি। সবাই সমুদ্র সৈকতে গিয়ে মেতে ওঠেন জলকেলিতে। এই ফাঁকে ফাঁকে উঠে এসেছে ম্যাডোনার সাম্প্রতিক জীবনযাপনের কিছু তথ্য।
তা হলো, ম্যাডোনা সর্বশেষ যে পুরুষের সঙ্গে প্রেমে এঁটে আছেন সেই টিমোর স্টিফেন্স তার চেয়ে কমপক্ষে ৩০ বছরের ছোট। টিমোর স্টিফেন্স এ ধারায় রেকর্ড ভাঙতে পারেননি। কারণ, এর আগে ম্যাডোনার যে দু’জন বয়ফ্রেন্ড ছিল তারা টিমোর স্টিফেন্সের চেয়েও ছোট। গত ডিসেম্বর পর্যন্ত ফরাসি ড্যান্সার ব্রাহিম জাইবাত (২৫)-এর সঙ্গে ছিল ম্যাডোনার গরম গরম প্রেম।
২০১০ সাল থেকে তারা চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু তা আর ধোপে টিকলো না। ডিসেম্বরেই দু’জনার দুটি পথ দু’টি দিকে যায় বেঁকে। এর আগে ম্যাডোনা রগরগে প্রেম চালিয়ে যাচ্ছিলেন ব্রাজিলের মডেল ও ডিজে জেসাস লুজ (২২)-এর সঙ্গে।