গাজীপুর জেলার সদর উপজেলার নান্দুয়াইন এলাকায় অবস্থিত মমতাজ মেহেদী কারখানায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন নিজ উদ্যোগেই আগুন নিভিয়ে ফেলে।
আগুণে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবে কিছু কেমিক্যাল পুড়ে ঘেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।