মেডিকেলে (এমবিবিএস/বিডিএস) নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন ) এ বি এম আবদুল হান্নান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে পরীক্ষা হবে।”
এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।
বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।
মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্ব বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে এ বি এম আবদুল হান্নানসহ একাধিক দায়িত্বশীল সূত্র বৈঠকে ২৪ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন।