গাজীপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত ২৯ জুলাই গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে ব্যবসায়ী হাসেম সরকারের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্তের পর মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার মীরের টেক থেকে ময়মনসিংহের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রাজিব হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরের কাশিমপুর, চক্রবর্তী ও মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে ময়মনসিংহের তেরখিল গ্রামের সুমন মিয়া (২৩), টাঙ্গাইলের কালিয়ান টানপাড়া গ্রামের সাদেক আলী (৩৪) ও ঝালকাঠির আসিফ হোসেনকে (২২) আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।