মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, আমি এমন একটি স্বপ্ন দেখি আমেরিকায় গিয়ে জুতা কিনতে গিয়ে দেখব, জুতার গায়ে লেখা আছে মেইড ইন বাংলাদেশ।
কিন্তু শুধু আশা দেখলে বা স্বপ্ন দেখলেই হবে না। এটা তখনই হবে, যখন নতুন নতুন প্রযুক্তির দিকে যাবে, নিরাপদ কাজের পরিবশে হবে এবং শ্রমিকদের দক্ষতা তৈরী করা যাবে। প্রত্যেকটি তৈরী মালের মান উন্নত করা যাবে। এটা এমনিতে হয়ে যাবে না । তার জন্য একটি পরিকল্পনা দরকার। এর জন্য ট্যানারী শিল্পকে পরিবেশ সম্মত আন্তর্জাতিক মানের শিল্পে পরিনত করতে হবে।
তিনি বুধবার সকালে গাজীপুরের কুনিয়ায় ফরচুনা গ্রুপের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকেদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন।
এসময় তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ মালয়শিয়া বা থাইল্যন্ডের মত অর্থনীতিতে এশিয়ার বাঘে পরিণত হবে। এসময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন, ফরচুনা গ্রপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, প্রধান নির্বাহী ফয়েজ তাহের, পরিচালক ফয়সাল তাহের।