ক্যারিবীয় সফর শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর।
কনের নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা তিনি। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে মন্ডির সঙ্গে আংটি বদল করেছেন মুশফিক। প্রায় এক বছর পর আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে বাঁধা পড়ছেন এ জুটি। মুশফিকের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার পিতা মাহবুব হামিদ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চলতি মাসে দেশ ত্যাগ করছে মুশফিকবাহিনী। সফর শেষে করে ১৯ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে দল। এর ৮ দিন পরই অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মুশফিক-মন্ডি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মুশফিকের হবু স্ত্রী মন্ডি বর্তমানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী। বিয়ের কারণে এবারের এশিয়ান গেমসে খেলতে পারছেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক।