আত্মহত্যার চেষ্টাকারী জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির অবস্থার অবনতি হয়েছে। ন্যান্সিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যেবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে ন্যান্সিকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
ন্যান্সি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে শনিবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ন্যান্সিকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়।
ন্যান্সির পারিবারিক সূত্র জানায়, নেত্রকোনা পৌরসভার গাড়া এলাকায় নিজ বাড়িতে শনিবার সন্ধ্যায় তার নিজ গ্রামের বাড়িতে অন্তত ৫০-৬০টি ঘুমের বাড় খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘুমের বড়ি খেয়ে কাতরানো ও ঢলে পড়ার সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ন্যান্সিকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসগণ প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। হাসপাতালে উৎসাহী লোকজন, ভক্ত ও অনুরাগীরা প্রচন্ড ভিড় জমান।
তার স্বজনরা জানান, এর আগের রাতেও তিনি ঘুমের বড়ি খেয়েছিলেন। পারিবারিক কলহের কারণে ঘুমের বড়ি খেয়ে ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।