নাইজেরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম নির্মূলে সেনা-স্বামীদের যুদ্ধক্ষেত্রে না পাঠানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছেন তাদের স্ত্রী ও সন্তানেরা।
সেনা সদস্যদের স্ত্রীরা বলেছেন, তাদের স্বামীদেরকে সামান্য অস্ত্র-শস্ত্র দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক। এ সময় বিক্ষুব্ধ স্ত্রীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি এবং প্রতিবাদ করেন।
নাইজেরিয়ার বোর্নো প্রদেশের রাজধানীতে সেনাঘাঁটির গেইটে গত দু দিন ধরে প্রায় ৩০০ স্ত্রী ও তাদের ৫০০ ছেলেমেয়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
কথিত ইসলামপন্থি উগ্রবাদী সংগঠন বোকো হারাম ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বর্বরতা শুরু করেছে এবং এ পর্যন্ত তাদের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
তাদের এসব হিংসাত্মক কার্যকলাপের কারণে ২০১৩ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান